কথা দিলাম, দেখা হবে
পৃথিবীর এই রঙ্গমঞ্চেই
কিছু সত্যবাদী ও মিথ্যুকের ভিড়ে।


দেখবো একের ভেতর দুটি ভিন্ন ভিন্ন রূপ
একটি অন্তরের অপরটি বাহিরের
তাদের মাঝেই দেখা হবে পুণরায়।


শিখে নেবো তাদের থেকেই
অসাধ্য সে সব গুণ, শুধু বাঁচার তাগিদে
আর কোথাও নয়, দেখা হবে এদের ভিড়েই।


দেখবো সামনে অঝোর অশ্রুবর্ষণ
পর্দার অন্তরালে অশ্রাব্য ভাষার প্রয়োগ
আশ্চর্য হব না, রপ্ত করবো সে গুণ
নিশ্চিৎ দেখা হবে তাদের মাঝে।


প্রয়োজনেই যারা সম্পর্কে শান দেয়
দাঁড়িপাল্লায় সম্পর্ককে তোলমোল করে
লাভ ক্ষতির হিসেব কষে পদে পদে
দেখা হবে তাদের ভিড়েই।


দেখবো খোলা বাজারে কড়ির দরে
কেমনে বিকিকিনি হয় স্নেহ-মমতা
কেমনে বিক্রি হয় আব্রু ইজ্জত
দেখা হবে সেই বাজারেই।


এগিয়েছি কিছু পথ, গন্তব্য ঢের বাকি
আলোকিত হয়েছি অনেক গুণেই
কিছু শিখেছি আর কিছু শেখা বাকি
কথা দিলাম, দেখা হবে এই রঙ্গমঞ্চেই।