কোথায় তুমি?
সত্যি সত্যি বল কোথায় তুমি
ফিরে এসো হে ভালোবাসা
তুমি কি অহংকারী না ঘরকুনো গৃহিণী
কেন দাও না দেখা
করো কেন এত ছলনা
না সময়ের বড়ই অভাব
ইচ্ছে হলে নিতে পার ধার কিছু অমূল্য সময়
ফেরানোর চিন্তা নেই, ফেরতও চাইবে না কেউ
শুধু দাও গো দেখা, ওগো ভালোবাসা
নয়ন জুড়ে দেখতে চাই শুধুমাত্র একটিবার
নজরের স্পর্শের কোমল পরশে
সিক্ত করতে চাই ভাঙা হৃদয়
হয়তো তুমিও বুঝবে একদিন নিজের ভুল
কেন লুকিয়েছিলে অজ্ঞাতবাসে এতদিন
খোলস ছাড়িয়ে দিব্যি পারো বেরোতে
মসৃণ পথ,পাবে চলার সাথী জীবনের প্রতিক্ষণে
মুখ তুলে দেখো আজও অপেক্ষায়
সারি সারি কাতারে কত গুণগ্রাহী
কোথায় তুমি?
ফিরে এসো হে ভালোবাসা
ফিরে এসো।