বৃষ্টিমাখা ব্যালকনির গা ঘেঁষে
পিছলে যায় দুপুরের অসমাপ্ত স্বপ্ন
লগম্ভ্রষ্টা কুমারীর সাদাকালো গল্পে
বিকৃত মধুচন্দ্রিমার স্বাদ
রাতজাগা চোখের তলে
জমাট বাঁধা কালসিটে দাগ
নিষ্প্রয়োজন ঝলসানো রুটি
আর ভনিতার হাঁকডাক।


পলাশের অচেনা রঙ অপরাজিতার গায়ে
সহজ কথাগুলো খুলির মাঝে কিলবিল করে
দিনটি কেমন যেন নেতিয়ে গেছে
অভুক্ত এখনও উচ্ছিষ্ট ভোক্তা ।


এক পশলা বৃষ্টিতে ধুয়েমুছে গেছে
অৰ্থবিহীন শব্দের মায়া কান্না,
বিরল ভাবনা অনাদরে লুটিয়ে
শূন্য থেকে ঝরে পড়া অতৃপ্ত ধারা
নিঃশব্দে বহে যায় অনাদরে, ধীরে ধীরে।