যখন দমকা বাতাসে
নিমেষে মিশে যায়
জ্বলা-আধপোড়া লাশের গন্ধ
কে জানতে চাই
মৃত গরীব ছিল না ধনবান
কেমন ছিল তার অঙ্গের বসন
নোংরা না ধবধবে সাদা পরিষ্কার
আর মৃতের অর্জিত ধনসম্পদের হিসাব?


* বাংলা-কবিতা ডট কম থেকে অন্যায় ভাবে কবিতা চুরি করে ফেসবুকে পোস্ট করলে তৎক্ষণাৎ ধরা পড়বে।