ধীরে ধীরে কথাগুলো থৈ হারিয়ে ফেলে
নিস্তব্ধতা গ্রাস করে মন সন্ধ্যার শেষ রসটুকু
একটা অদ্ভূত সমস্যার সম্মুখীন হব শুনেছি
কিন্তু পরিণতি যে এতো ভয়ানক স্বপ্নেও ভাবিনি
উথাল পাথাল রাত, শান্ত রাখার মিথ্যে পরিহাস
রাত পোহালেই সম্মুখে এক ডজন প্রশ্নের ডালি
মনের ভুলের খেসারত দিতে দিতে ওষ্ঠাগত প্রাণ
কঠিন জীবন, চাঞ্চল্যে পরিপূর্ণ, চর্চার অন্ত নাই
মাথাব্যথা নেই ভাবলে, পাচ্ছে অযথা হাসি পাই
একরাশ হতাশা গ্রাস করেছে মনের অজান্তেই
মিথ্যে আস্ফালনের রেশ কাটেনি এখনও
উত্তপ্ত মনের যুযধান উভয় পক্ষই
কে জেতে আর কেই বা হারে
হৃদয়ের আপত্তি ধোপেও ঠেকে না।