ভেবেছি, নয়ন তুলিতে আঁকবো একদিন
হিজিবিজি, এলোমেলো জীবনের সহজ গল্পগুলো
উত্তাল যৌবনের ভাবলেশহীন বখাটে পলগুলো
সযত্নে ভরিয়ে তুলব মনের ক্যানভাসে,রঙে রঙে।


হৃদয়ে আঁকা চিরস্থায়ী রামধনু
যেন নিমেষে বিলীন হয়ে যায় মহাশূন্যে
তারপর,শুধুই শূন্যতা আর শূন্যতা
ফ্যাকাসে লাগে জীবনের সব রঙ।


ইদানীং মাঝে মাঝেই স্বপ্নে দেখা দেয়
সম্পূর্ণ অচেনা এক মাধুরীময় অবয়ব
লুকোচুরির খেলায় স্পষ্ট মনে পড়ে না
কিন্তু বেশ চেনা চেনা লাগে।


এলোমেলো খাপছাড়া চিন্তাধারা-গুলো
বায়ুর বেগে ভেসে বেড়ায় মনের অলিন্দে
উত্তাল মনের কোণে মেঘ-বাদলের ছটা,
বৃষ্টির ছোঁয়ায় কি ধুয়ে মুছে যাবে
ক্যানভাসের কাঁচা-পাকা রঙ?


ভাবছি একটু বেশি সাহস সঞ্চয় করা যায় কি না?
শক্ত মুঠিতে আবদ্ধ করব জীবনের অধরা রঙগুলো
রুপোলি রঙের সাথে স্বর্ণাভ রঙের মিশ্রণে
নিশ্চয়ই ফুটবে নতুন রঙ, নতুন আশা
মনের নয়ন তুলিতে সে রঙেই আঁকবো একদিন
এলোমেলো জীবনের  সব বিচিত্র চিত্রকলা,
শুধু মনের সাদা ক্যানভাসে।