কালজীর্ণ ভাবনার তুলিতে ফ্যাকাসে রঙ
উত্তরীয় অভিমান জৌলুসহীন টেরাকোটা মনে
বড্ড বেশি ভয় লাগে বাঁধাধরা নিয়মকে
শাঁখ হয়ে মেঘের বুকে বৈরাগ্যের বাদন বাজাবে কে?
কচিপাতার গন্ধে ভ্রুক্ষেপহীন জয়ধ্বজা
ভেবেছি নীল আকাশের ক্যানভাসে আঁকবো,
শোলার সাজে সজ্জিত উদ্ধত মৃন্ময়ী
তার স্বর্ণ-মুকুটে ফুটবে চিরনবীন টুকটুকে লালপদ্ম।
উলম্ব রেখা বরাবর সম্পর্কের বাঁধনগুলো
রক্তিম গঙ্গায় ভাসানের আগে, মনের অস্তরাগে
মৃন্ময়ী,অন্তত: একবার পূজিত হোক দেবী রূপে
তদুপরি স্বেচ্ছায় বিলীন হবে অনুভূতির অনন্তে।।


                       ******