আছড়ে পড়ুক হৃদয় মোহনায়
ভালোবাসার স্রোত প্রতিকূলে
থেমে যাক শীতল শিহরণ
লাগামহীন আবেগের বশ্যতায়
বেহিসাবি আমি, রাতজাগা পাখি
খেয়ালি চোখে অতীতের অনুভূতি
থেমে গেছে আনমনা সকালের ব্যস্ততা
থেমে গেছে অগভীর ইচ্ছের খামখেয়ালি খুনসুটি
পাতার মতো ঝরে গেছে সুপ্ত বাসনা
আশ্চর্য বদলে যাচ্ছে আশেপাশের সব রঙ।


ক্রমশঃই ভালো লাগে গোধূলির অন্ধকার
ক্ষতগুলো ঢেকে যায়  ঝাপসা রাতে
নিঃশব্দ কান্নার রোলে শুধুই শূন্যতা
উদাসী অভিমান, দৃষ্টিহীন অপলক
বিবর্ণ মুখে লেগে আছে এখনও অপূর্ণতার স্বাদ
হোক না নামহীন সম্পর্ক !!
নামকরণ কি একান্তই জরুরি?