অপ্রাপ্তবয়স্ক এক খোলা ছাদ
ঢাকেনি এতটুকুও লজ্জা
জানালার মলিন পর্দার অন্তরালে
লুকিয়ে থাকা নামটিও!
চেনা উঠোন থেকে অপরিচিত গভীরতা পর্য্যন্ত
সারি সারি ভীড় জমায় চির কঠিন অঙ্ক
বেশ জটিল!
হ্যাঁ স্বাস নিচ্ছি কিন্ত,
জ্বলন্ত প্রদীপ শুষে নেয় সব বাতাস
হাঁস ফাঁস করে প্রাণ বিশুদ্ধতার জন্য
ভেবেছিলাম মনের পোষা অন্ধকারগুলোকে
অন্ততঃ একবার শুকিয়ে নেওয়া যাক
বেশ চড়া রোদে,
কিন্তু সত্যি বলছি ভীষণ ভয় করে,
যদি সূর্যের দেখা আর না মেলে!
বাহিরে দাউ দাউ করে জ্বলছে অন্ধকার,
কথা বাড়িয়ে আর লাভ নেই
অধীর দু চোখে শুধু কালের কল্প
ছায়ামাটির গভীরে একটু জিরিয়ে নিই
নতুন অভিনয়ের চিত্রনাট্যটি
খুব শিঘ্রিই হাতে এসে পড়বে।