আধ-খাওয়া চাঁদের কারণেই ঘুম নেই চোখে
পর্দাটা ক্রমাগত টেনে টেনে মলিন হয়ে গেছে
তবুও অবাধ্য জ্যোস্না উঁকি দেয় ঘরে।
রাতের নির্জনতা গ্রাস করে মনের কোণ সর্বত্র
একা একা জেগে রাত কাটানোর যন্ত্রণা
দীর্ঘশ্বাসের ফর্দ বেড়েই চলছে,
ক্রমাগত দূরে চলে যায় ভাবনাগুলো
ধীরে ধীরে একত্রিত হয় ছিঁচকে অপরাধবোধ।
কোনও দিনই বোঝার চেষ্টা করলো না জীবন
শুনলেও কেমন যেন বিরক্তি লাগে।
যুদ্ধ শেষে ম্লান পর্দার হম্বিতম্বি, উন্মুক্ত জানালা
তবুও সকালের ফিকে সোনা রোদ
আর নিয়মিত চিবুক স্পর্শ করে না।


আরও পড়তে চোখ রাখুন : https://mwasiq.blogspot.com