আবার দোরগোড়ায়-সেই বক্র প্রশ্ন,
অসমাপ্ত গল্পের চরিত্র নাকি ভয়ানক অবিশ্বাসী!!
ইদানিং মনন সীমান্তে এক নতুন সংলাপ  
পলকা সুতোর বাঁধনে রাতজাগা প্রতিশুতি,
জড়সড় বেদনা আর ঘোলাটে অন্ধকার।


বিসর্জনের বাদ্যে উথলে ওঠে রাতজাগা সমুদ্র
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে স্তিমিত বুকের ঝড়,
নিশুতি রাতের সেই পুরাণ পাঁচালি
অষ্টাদশী সস্তা লিপিস্টিকের সাজে সজ্জিত
গন্ধ শুঁকে নিশ্চিত গন্তব্যে আগমন হায়েনার।


কল্পনার স্বর্গ নিশ্চিত সুন্দর, কিন্তু জগতটা বাস্তব
প্রতিটা মুহূর্তে চলে বাঁচার সংগ্রাম  
প্রকৃতির সঙ্গে,পরিবেশের সঙ্গে, এমনকি নিজের সঙ্গেও
চিন্তার সাগরে ডুবতে থাকে তল থেকে অতলে।


নিষিদ্ধ পল্লীর বাড়িগুলোর দ্বার অবারিত
কিন্তু রাস্তাগুলো এত ঘিঞ্জি কেন?
ঘরগুলোই বা এত ঘুপচির কারণ কি?
যেখানে দিবাকরও ভীত সন্ত্রস্ত স্বতঃস্ফূর্ত বিচরণে।