অহং যখন লাগামহীন
এগিয়ে চলে বাধাহীন
বেচারা সারথি নিতান্তই অসহায়
নিয়ন্ত্রণে রাখবে কিভাবে সে রথযান।

ছড়িয়ে যায় যার খুশবু আচকা পারিপার্শ্বিকে
তবে নিমিষে হবে না কেন
তামাশা তার আগমনে।  


ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে চূর্ণবিচূর্ণ হয়
প্রহরী-হীন কোমল হৃদয়
তবুও প্রশস্তির হাসি মুখে নিরন্তর
টানটান উঁচু বুক, মাথা তুলে
গর্বের সাথে এগিয়ে চলে ভিড়ের মাঝে।  


অহংকারের শক্ত বাঁধনে চেয়েছিল বাঁধতে
সশব্দে ভাঙল অহংকারের সে ঠুনকো বাঁধ
এখন প্রতিনিয়ত লিপ্ত অন্তহীন যুদ্ধে
শুধু নিজের প্রতিচ্ছায়ার সাথে।