পাড়ার কাঁচাপাকা মুখভর্তি দাড়িওয়ালা লোকটি
যারে পাগল ভেবেছি চিরকালই
মাঝে মাঝেই কি যেন বিড়বিড় করে ইংরেজিতে।
আজ অদ্ভূত ভাবে হাসছিল আমার দিকে চেয়ে,
কম্পিত হস্তে এগিয়ে দিল এক টুকরো প্যাপীরাস
হিজিবিজি কি যেন সব লেখা ছিল
ভাবলাম অনায়াসেই উদ্ধার করবো দুষ্প্রাপ্য লিপির রহস্য।


ন্যক্কারজনক ঘটনা বলিই বা কোন মুখে
কিভাবে আর কেনই বা জ্ঞান হারালাম জানি না
চোখ খুলে দেখি হাসপাতালের বেড়ে
পাশে ঠাঁই দাঁড়িয়ে উস্কোখুস্ক পাগল,
হাতে সেই চিরকুট আর মুখে উপচে পড়া দাম্ভিক হাসি
লক্ষ্য করলাম পেছনে উপচে পড়ছে মিডিয়ার ভিড়।
আশ্চর্য ! কিছু আবিষ্কার করলাম নাকি?