সূর্য্যের অপেক্ষায় আমিও আছি
প্রদীপ জ্বালানোর আর ইচ্ছে নেই
আস্ফালন ছিল, কিন্তু পর্যাপ্ত ছিল না
অহেতুক বিশৃঙ্খলায় বিদগ্ধ মন
বাস্তবের মুখোমুখি হব ভেবে,
কিঞ্চিৎ উদবিগ্ন ছিলাম
আবহাওয়া মোটেই অনুকূলে ছিল না
মুখোশের ভেতরের অন্ধকার
ক্রমশই দুঃস্বপ্নের কালো মেঘ সরিয়ে
পৃথিবীর সমস্ত আলো একত্রিত করেছে
দুটি ছিদ্র বেয়ে, অল্প অল্প রোশনাই
প্রতিফলিত হচ্ছে মনের প্রতিটি কোণে।