আলু আর আলুবোখারার মধ্যে খিটিমিটি লেগেই আছে
নিত্য কোন্দল, গোঁসা বেঁধেছে কিছু বুদ্ধিজীবী
অধিকাংশই বয়জোষ্ট,
তবে ছেলে-ছোকরাও রয়েছে সে দলে।


দূর থেকে মজা লুটে বখাটের দল
প্রশ্ন উঠেছে মশকরা করা যায় কি না?
তীব্র ক্ষোভ ভুক্ত ভোগীর মনে।


মান ভাঙাতে এগিয়ে আসে কেউ কেউ
অভিনব উদ্যোগ এবং প্রশংসনীয়ও বটে।
শেষমেষ দেখা যাক, কে বাজায় কৃষ্ণের বাঁশি!


অবশেষে মিটমাটের ভূমিকায় অবতীর্ণ
এক কিংবদন্তি, হ্যাঁ ঠিক শুনেছেন কিংবদন্তি!
উত্তেজনার পারদ ক্রমবর্ধমান,
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।


মাথা মুড়িয়ে উজ্জল ভবিষ্যতের কামনা?
নাকি পরিস্থিতি র অনুকূলে চলা উচিত?
সন্মানজনক ফলাফলের আশায় বুক বেঁধেছে যুযুধান।


অগুনতি উৎসুকের ভিড়
বন্ধঘরে,শুনানি চলছে জোরকদমে
অন্তিম ফলাফল এখনও আসতে দেরি!
দেখা যাক কে বিদেয় নেয় আঙিনা থেকে
আত্মসম্মান না ভাবমূর্তি?