অপূর্ব ইচ্ছেগুলো অবিচল ভাবনা রসে
হৃদয়ের কথন থেকে দূরে বহুদূরে
শব্দ বিন্যাসের প্রয়াস অতুলন এখনও
খুব ইচ্ছে জাগে স্মৃতির রোমান্থনে বাঁচতে
ঘন কুয়াশার চাদরে ঢেকে সকালের আলো
ল্যাম্পপোস্টের টিমটিমে বাত্তি অসহায় জ্বলে
দুটি হাত পরস্পরের মিলনের অছিলায়
পাশাপাশি হেঁটে চলে ঘন কুয়াশা ভেদে
সন্দেহ মাখা চোখ গুলো ক্রমশ তাড়া করে
মধুর স্পর্শের পরশে শিহরণ জাগে
কল্পনার মানস পটে শ্যামলী মেয়ে
চঞ্চলতায় ভরা তার নয়নজোড়া
অপ্রত্যাশিত বাতাসের দোলা মিষ্টি লাগে
বোতলবন্দি বেপরোয়া জীবন মেনেছে হার
পথ শিশুরা সারিবদ্ধ সুখ পাখির সন্ধানে
অল্প অল্প বিকিকিনি করে ফিরি নিত্য দিন
রকমারি স্বপ্ন খাঁচায় পুরে।
নতুন বেশে হাজারো স্বপ্ন বুনে আসা বার্তা
খানখান হবে দিনের মাতামাতির শেষে
অপূর্ব ইচ্ছেগুলো পরিপূর্ণতার অপেক্ষায়
অঙ্গীকারবদ্ধ শত প্রতিশ্রুতির অস্তিত্ব রক্ষায়।।