চলার পথ বড়ই পঙ্কিল
অভিমান আর করো না
ঠুনকো অভিমানে ধ্বংস হয়েছে
অনেকই ছোট্ট ছোট্ট ক্ষণ।


সম্পদে পরিপূর্ণ কুঁড়ে ঘর  
তুমি বিনা পানসে লাগে
প্রজাপতির ডানায় ভর করে
যদি উড়ে যাই অচিন দেশে
খেয়াল রেখো যেন ফিরে আসি
তোমার হৃদয়ের বাসরঘরে।।