কবে যেন পাহাড়ে উঠার সাধ হয়েছিল
মনে করতে পারছি না।


আজকাল স্বপ্নে প্রায়ই পাহাড় চড়তে থাকি।
আকাশচুম্বী খাড়া পাহাড়, সেকি সহজ!
অন্তত: সে সাধ্যি আমার নেই,  
প্রায়শই প্রারম্ভেই ইতি টানতে হয়।


কিন্তু যারে সাধন করার বাসনা জেগেছে মনে
সহসাই বা হাল ছাড়ি কি করে?
আমিও কিন্তু ছাড়িনি
পুরষ্কার স্বরূপ একদিন হেলায়
জয় করলাম আকাশচুম্বী পাহাড়  
অনায়াসেই উঠে গেলাম সুউচ্চ চুড়ায়।


মনের আবেগ মাপার যন্ত্র
কেউ আবিষ্কার করেছে কিনা জানি না,
তবে সে আবিষ্কার করা উচিত ছিল
মনের গতিবিধির সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাহিরে
হদিশ নেই সঠিক হাল হকিকতের।
  
ক্ষণিকে যদি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ
বা অন্য কিছু ঘটে যেত!
উফ! আর কিছুই ভাবতে পারছি না ।
অতি কষ্টে আবেগের ঘোড়ায় লাগাম টেনে
দড়ি ছেঁড়া ষাঁড়ের মত ছুটে চলেছি
নেই কোন ক্লান্তি, নেই কোন ক্লেশ!!
ছুটছি তো ছুটছিই।