অন্ধকারের অজ্ঞে লুকিয়ে
স্বচ্ছতার সুদীপ্ত আলো
বিভীষিকাময় অস্তিত্বকেই ভেবেছি
কালো রাতের প্রতীক ।


পরিচয়টুকুও পারিনি দিতে
কোনদিনই "মনুষ্যত্বের"
যদিও চলেছি শৃঙ্খলের অনুরূপ
সেই আদিম কাল থেকেই,
উপরি পাওনা জীবনে "হিংস্রতা"
সে গুণ অর্জিত হয়েছে বহুকষ্টে।


দৈন্য বিলাসে সুখ কড়া নাড়ে
তলানিতে অবশেষ কাঙালপনা
দুর্গন্ধে অতিষ্ঠ সমাজ,
যুবকেরা সুখের আবেশে
চিন্তা ভাবনার অবকাশই বা কোথায়?


মিথ্যা গর্জন শুধুই আস্ফালন
বাস্তবের যোগফল শূন্য।
স্মৃতির রোমন্থন প্রত্যাঘাত করে প্রতিনিয়ত
উত্থানেই পতনের বীজ বপন সুকৌশলে
যদিও ঈশান কোণে,
ঝড় বইছে নীরবে অহরহ
কিন্তু পরিবর্তন এখনও আসেনি।।