চেনা চেনা গন্ধ, চেনা চেনা বাতাস
মাহুয়া ফুলের গন্ধে ম ম বাতাস
টিপ টিপ শব্দ, ধপ ধপ আওয়াজ
আর মুখরিত আকাশ ও বাতাস।


শীতল দিবসে বসিয়া ঘরেতে
ভাবিছি তোমার গান।
আঁখি ভিজেছে অশ্রু জলে
বাঁধ ভেঙ্গেছে প্রাণে ।
  
সখি বল ভুলিবো কেমনে
খুঁজে বেড়াই এখানে ওখানে
আমি কি বুঝি না
তোমাই খোঁজা যে বৃথা
আবুঝ মন কিছুতেই বোঝেনা
তুমি যে অন্য কারো এখন।।


তুমি কি ভাবনি একও-বার
কি করে কাটে আমার রাত
কখন যে বৃষ্টি, কখন যে রোদ
শুধুই মেঘলা আকাশ মনের চারপাশ ।
কি যে দিন কি যে রাত
সবই অন্ধকারছন্ন  
ভুবন ভরা আলোর ছটায়  
আমার মনে শুধুই অমাবস্যার রাত।