সারা দিনের ক্লান্তির শেষে
গা এলিয়ে বসেছিলাম সোফাই পা তুলে।
কতই যে আজগুবি ক্ষ্ণন উঁকি মেরে চলছিল মনের কোণে
স্মার্টফোনের বোতামগুলো টিপছিলাম আনমনে
আঙ্গুলগুলো নাচছিল ছন্দের তালে ।


সম্বিত ফিরল ফুঁফিয়ে ফুঁফিয়ে কান্নার শব্দে
আমার ছোট্ট মেয়েটি কাঁদছিল এক কোণে
আদর করে নিলাম তুলে বুকের মাঝে ।


মেয়ে বলল, পরজন্মে স্মার্টফোন হব বাবা
চমকে তাকালাম মেয়ের পানে
কি বলছিস মা, এ কি কথার ছিরি
এ কি তোর ছন্নছাড়া কথা ।


না বাবা আমি স্মার্টফোনই হব
চোখ ছলছল, জড়িয়ে নিলাম বুকের মাঝে
চেয়ে আছি অবাক পানে ।


মা তুমি স্মার্টফোনকে ভালোবাসো আমার চেয়ে
বাবা তুমিও তো ভালোবাসো তারে
চেয়ে থাকো শুধু তার দিকে,
টুং শব্দেও তুলে নাও তারে আপনকরে
আমার কান্না ভেদ করে না তোমার কর্ণদ্বয়কে
আমি বিড় বিড় করি একা,একাকি, সঙ্গীহারা
মা তুমি তো ব্যস্ত বন্ধুদের সাথে চ্যাটে।


পড়ে গিয়ে হাঁটু ছিঁড়ি, কাঁদি একা মনে
হাত থেকে পড়ে গেলে যত্ন করে তুলে নাও তারে
ইচ্ছে হয় চাপব মা তোমার কোলে
বুঝি তুমি বিরক্ত হও তুবুও ইচ্ছে করে মা।


রাতের আঁধারে ছটপট করি বিছানা জুড়ে
ভাবি বাবা তুমি আসবে একগুচ্ছ গল্প নিয়ে ।


কখনও কখনও ইশকুল ফিরে অভুক্ত থাকি মা,
তুমি ভুলে যাও খেতে দিতে
কিন্তু ভুলনি তো কখনও চার্জ দিতে ।


স্মার্টফোন হয়ে থাকব বাবা তোমার কাছে
স্মার্টফোন হয়ে থাকব মা  তোমার কাছে
আমি স্মার্টফোন হব বাবা পরের জন্মে।


কপিরাইট ©এম ওয়াসিক আলি
সিংতাম, সিক্কিম ।