ঠ্যালাঠেলি, ধাক্কাধাক্কি  আর হুড়োহুড়ি
যেন দেশ ভাগের সময়
শরণার্থীদের ট্রেনে চাপিবার জন্য আকুলি-বিকুলি ।


হাঁসি পায় ভেবে
রেশনের জন্য এত হুড়োহুড়ি
না আমি নেই, এই লাইনে ফাইনে
না আমি নেই, এই ঠ্যালাঠেলি হুড়োহুড়ির মাঝে
চললাম আমি প্রাইম মিনিস্টারের কাছে
বেশ জব্বর এক কমপ্লেন করতে ।


আমার কথা শুনে
এক গাল মুচকি হেঁসে বলল দাদু
খুব ভালো, খুব ভালো
যাও কমপ্লেন করে এসো।


দুদিন পরে উস্কখুস্ক আলুথালু বেসে
ধীরে ধীরে আমায়  আসতে দেখে
দাদুর সেই বিখ্যাত মুচকি হাঁসি
এই যে দাদূ !!
তুমি দিল্লি থেকে আবার ডিরেক্ট লাইনে?
দুঃখী হয়ে বললাম
কি করব দাদু সেখানেও বিশাল লাইন!!!!!


কপিরাইট ©এম ওয়াসিক আলি
সিংতাম, সিক্কিম ।