সুখ তুমি কি?
আছে কি তোমার কোন সংজ্ঞা?
বড়ো ইচ্ছে করে জানতে সুখ তুমি কি?
ভগবান বুদ্ধ বলেছেন  ’সুখের কোনো পথ নেই। সুখই সেই পথ’।


সুখ তুমি আসলে কি?
তুমি কি মস্তিষ্কে জৈব রাসায়নিকের উপস্থিতি
না কি পান্তাভাতে ঘি
না কি মনের মধ্যে জমে যাওয়া কষ্ঠের পাহাড়
না হাসির সেলফি
না গাছের সুস্বাদু ফল যা খেয়েছিল ইভ আর আদম
কে জানে বিলাসী হওয়াটাও সুখের রুপ কিনা!


সুখ এক মহান রহস্য
যেন ভগবানের চেয়েও অদৃশ্য
সুখ এক সুস্বাদু খাবার
সুখ এক প্রিয় মানুষের চুম্বন
সুখ এক  প্রিয় দেশের জয়
সুখ যেন পড়ন্ত বিকেলের রোদ।


মনে হয় সুখ এক প্রজাপতি, প্রেয়সীর মিস্টি হাসি,
ভোর রাতের মিস্টি স্বপ্ন,
সকালের চায়ের কাপে উষ্ণ চুমুক,
কর্মব্যস্ত দিনের শেষের রবীন্দ্রসংগীত,
রিমঝিম বৃস্টির শব্দ,
তপ্ত সন্ধ্যায় দক্ষিণা বাতাসের আলতো ছোঁয়া,
মুঠো ফোনের রিংটোন,
জোৎস্না রাতে রূপালী আলোর বন্যা,
কিন্নরীর সুর, এক অপেক্ষার অকস্মাৎ অবসান,
এক নিস্পলক দৃস্টি,
অপ্রশস্ত বারান্দায় পদচারিতার পদধ্বনি
সুখ তুমি কি?