আজ রবিবার, আলসেমির দিন
ঘুমের কোলে লুকিয়ে থাকার দিন।


শব্দ এখনও গভীর ঘুমে আচ্ছন্ন
পাখিগুলোর কোলাহলে সদ্য জেগে উঠেছে বাতাস
তাজাতাজা, শির-শির বাতাস, শুরু করেছে বইতে
মৃদু বাতাস সাঁতার কেটে এগিয়ে চলেছে এদিকে ওদিকে
সুগন্ধিত ফুলের খুশবূতে ম ম চারপাশ  
নিস্বাসে মনমোহিনী কস্তূরীর গন্ধ,
আলোড়ন তুলেছে প্রাণে।


আজ রবিবার,
চিন্তা এখনও আধো-ঘুমে আচ্ছন্ন
রবি মামার প্রথম কিরণের
এক কাগজের টুকরো পড়ল হাতে
আধো-ঘুমে আচ্ছন্ন মস্তিকে এক কবিতার উঁকি
রৌদ্রে সিক্ত কাগজে কি(?) লিখে ফেলব
অলস দিনের চিন্তাহীন কবিতা।