/***  গত ৬ বৎসর যাবৎ কর্মসুত্রে সিকিমে আছি। এ রাজ্যটিকে সত্যিই ভালবেসে ফেলেছি। এমন প্রিয় দেশকে আমার হৃদয়ে অনুভব করা এ ছোট্ট কবিতা উৎসর্গ করলাম। ***/


সিকিম তুমি,
নির্জন হিমালয়ের কোলে নিঃস্বর্গ ভুমি
অরণ্য পাহাড় ও ঝর্ণার অনন্য সম্মেলন
তোমার বাতাসে পবিত্রতা সদা বিরাজমান
পাহাড়ের ঢালে ঢালে মাইলের পর মাইল জুড়ে
শুধুই সবুজের অপরূপ শোভার মেলা
ঢালে ঢালে দৃষ্টিনন্দিত চায়ের বাগান
দূরে চোখ ধাঁধানো শুভ্র কাঞ্চনজঙ্ঘা সদা বিরাজমান।

তোমার পাহাড়ি নদীর কুলকুল ধারা
হু হু করে বয়ে চলা ঠান্ডা হাওয়া
দূর পাহাড়ের নীলাকাশ, মনকে সম্মোহিত করে
ভ্রমণ পিপাসুদের দল তোমার নীলাকাশে চোখ মেলে
ভোরের মেঘকুয়াশার প্রেমে হাবুডুবু খায় ।
মাঝে মাঝে ভিড় করে মেঘেদের দল
ঝিরিঝিরি নরম বৃষ্টি হয়ে তারা
তোমার চোখে মুখে ঝরে মৃত্তিকাকে সিক্ত করে
তোমার সুমধুর সুমিষ্ট লোকসংগীত
দাজু, ছয়না, হুনছার বানী হৃদয়ে ঢেউ তোলে
আর তোমার নয়নের মণি, গ্যাংটক
মায়াবী রাতের আঁধারে আলোর মালায় সাজে ।।


** দাজু – শ্রদ্ধা সহকারে বড়দের সম্বোধন করা  
** ছয়না – নেই
** হুনছা -  ঠিক আছে