/*** সিকিম আজ উন্নয়নের জোরে নন্দিত নরকে পরিণত হতে চলেছে। হয়তো সিকিমের সুন্দরতার কাহিনী আমাদের আগামী প্রজন্মের কাছে ইতিহাসে পরিণত হবে ***/


সিকিম -তুমি কেমন আছো ?
জানতে খুব ইচ্ছে করে, ভালো তো?  
তোমার সবুজের চিরায়ত রূপ কি আজও বিদ্যমান?
না কি পড়েছে মানব জাতির বিরুপ প্রভাব?
শুনেছি নাকি তোমার সবুজের সসুন্দরতায়  
চাঁদের মত কালি লেগেছে।
    
তুমি কি সেই আগের মতনই আছো
নাকি অনেকখানি বদলে গেছো?
এই তো সেদিন এক ছোট্ট পাহাড়ি মেয়ে স্বপ্নে এসেছিল
আর্তনাদের সুর ক্ষীণ স্বরে কানে বাজছিল
বাঁচাও, বাঁচাও, বাঁচাও তোমার প্রিয় পাহাড়কে
সে তুমিই ছিলে না তো?


দিকে দিকে আজ সবুজের মাঝে কংক্রিটের জঙ্গলের ভীড়  
উন্নয়নের সুফলে বিপন্ন পরিবেশ, বিপন্ন গাছপালা ও পশুপাখি    
কুল কুল করে বয়ে যাওয়া নদী ঝর্নাও আজ বিমুখ
বিবর্ণ পাহাড় আজ বিদ্রোহের সম্মুখীন
সেদিনের মহাভয়ংকর ভুমিকম্পের স্মৃতি আজও তাজা মনে
শুধু কি তাণ্ডব, না প্রকৃতির অন্য কোন ইঙ্গিত।