মধ্যাহ্ন থেকে সন্ধ্যার মাঝে
চুপিসারে এক মুহূর্তের আগমন ঘটে  
ক্ষণিকের জন্য কোলাহল মুখর দিন স্তব্ধ হয়ে যায়  
কর্মগুলো যেন সূর্যাস্তের আঁধারে বিলীন হয়ে
নিশচুপ নিস্তব্ধতার কোলে বিশ্রাম করে।  


সেক্ষণে জেগে ওঠে এক ইচ্ছে মনে
যেন ফিরে পায় নিজেকে এক ফুটপাথের ধারে
এক হাতলবিহীন ভাঙা চেয়ারে বসে সে ক্ষণকে উপভোগ করি।


সে ক্ষণে মগ্ন হয়ে হারিয়ে যাই
এক অজানা মায়াবী স্বপ্নের দেশে
যেন আমি এক পরিচয়হীন ছোট্ট বালক  
এক অতীব সুন্দর হলুদ জামা পরিহিত হয়ে
গর্বে, মৃদু চালে এগিয়ে চলি সামনে
মনের খুশী যেন উপচে পড়ে ভাতের ফেনার মত  
আবছা ফিকে অতীতে ফিরে দেখি বারংবার
সেই বালকের মাঝে ফিরে দেখি নিজের অতীত
গর্বের বেলুনে উড়ে বেড়াই মেঘের দেশে
সারা জাহানের বাদশাই ভাবি সে সাধারণ বস্ত্রে।


হাঁ, আজ বাস্তব, হলুদ বস্ত্রে সুসজ্জিত প্রতিনিয়ত  
পরিধান করে চলেছি সে সুন্দর রঙের জামা
যে বস্ত্রে ভেসে বেড়াতাম প্রতিক্ষণে, স্বপ্নের দুনিয়াতে।