নিকষ কালো রাতের গহিনে
বহু দূরে প্রজ্জলিত এক শিখা
ধীরে ধীরে নিকটে আসে, অতি নিকটে
মনে হয় পথহারা স্মৃতির আলো ।


অনেক কিছুই ভাঙে-গড়ে
চূর্ণ বিচূর্ণ, ছড়িয়ে ছিটিয়ে যায় এখানে ওখানে
তারি মাঝে এক সম্ভাবনা মনের ভেতরে আকার নেয়
আর নিরাশার পাহাড়  চূর্ণবিচূর্ণ হতে থাকে।


ক্ষণিকের মাঝে মুখের হাসি কান্নার রোলে বদলে যায়
আত্মার আর্তনাদের সুর প্রকট হতে থাকে  
এক নতুন সম্পর্ক তৈরি হতে হতে
ভেঙে চুর চুর হয়ে যায়।


প্রেয়সীর চোখে চোখ রেখে
সারাটা জীবনের অঙ্গীকারের মিছে বন্ধনে
নতুন আশার শক্ত বাঁধন ভেঙে খান খান হয়ে  
হৃদয়ে প্রবল জলোচ্ছ্বাসের উৎপত্তি ঘটে ।