একাকী, চুপিসারে মগ্ন ছিলাম  
রবিকরের প্রথম দর্শনের অভিলাষে    
রামধনুর সুসজ্জিত রথে চেপে, রবিকর
হালকা ঘন মেঘ ভেদ করে  
চুপি চুপি ধরণীর বুকে প্রবেশ করে  
আঁতকে উঠি কিরণের তেজে ত্বকের দহনে  
রবির কিরণ দূর্বা ঘাসে সৃষ্ট, মোতির অলিন্দ ভেদে  
এক অপরূপ মোহজাল রচনা করে।
  
নিমিষে, বর্তমানের অভেদ্য প্রাচীর ভেদে
ফিরে দেখি অতীতের সে দিনগুলোর মাঝে  
অবোধ বালকের আচরণে বিস্মিত মন    
ভুলে গেছি, সদ্য শতবার্ষিকীর উৎযাপন
মগ্ন মন সাঁতারে,রামধনুর শীতল ধারায়  
আনন্দে সঙ্গী দোদুল্যমান শাখাগুলো
সাপুড়ের বীণার তালে, তালে মত্ত নৃত্য পরিবেশনে  
গাছের দীর্ঘ ছায়াগুলোও মগ্ন নৃত্যের জগতে
আজগুবি চিন্তাগুলো আজ মৃতপ্রায়
শরীর ছেড়ে এক নিরাপদ আশ্রয়ের খোঁজে।