এক অপরাহ্নে, ভাত ঘুমের শেষে  
বেরিয়েছিলাম মনের কোণে লুকিয়ে থাকা
স্বপ্নের শহরে, হারানো ঠিকানার খোঁজে  
চেনা শহর, চিরপরিচিত লোকজন, প্রত্যাশা  ছিল
হয়তো সাদর আপ্যায়নের ত্রুটি হবে না।


ঠাসা ভিড়ের মাঝে বাজারের শেষ সীমানায়
চায়ের ঠেকে কিছু লোক মস্করায় ব্যস্ত ছিল
ঠিকানা জিজ্ঞাসায় তাচ্ছিল্যের অট্টহাস্যে,আমি বিভ্রান্ত
কিছু উৎসুক চেহারার কৌতূহলে মনে বিস্ময় জাগে।  

তবে, তারা কি আমার শহর সম্পর্কে অজ্ঞ?
না ভুল শহরে, ঠিকানা খোঁজার বৃথা চেষ্টা
কিন্তু গলিগুলো কেমন যেন চেনা চেনা লাগে
দূরে সেই ভাঙা বাড়ির জানালার কপাটগুলো
কেন বারংবার হাতছানি দিয়ে ডাকে?