অমাবস্যার রাত,মধ্যাকাশে তারাদের বিশ্রাম  
দিকেদিকে, চারিদিকে শুধুই গহীন অন্ধকার
দূরে টিমটিম আশার প্রদীপ জ্বেলে
কে যেন ধীরে ধীরে, ক্রমশই কাছে এগিয়ে আসে।


ঘোমটার আড়ালে লাজুক প্রেয়সীর  
কম্পিত হাতে এগিয়ে দেওয়া পত্রখানি
হাঁ, খাম-বন্দী পত্রখানি হাতে নিয়ে ভাবি
কি লিখেছ তুমি? একগুচ্ছ ভালবাসা না অনুরাগের ঝুড়ি?


আঁধার আর আঁধার, চারিদিকে শুধুই অন্ধকার
একরাশ আলোর খোঁজে তোলপাড় হৃদয়
বিষণ্ণ মন আলোর অন্বেষণে মগন  
এক ভবঘুরের খিলখিলে বিদ্রূপ হাসিও বেশ লাগে।    


কেন তুমি অপারগ? কেন তুমি পারলে না  
খামের ভীতর এক রাশ আলো ভরে দিতে
সে আলোকে, গহীন আঁধারের দাসত্বে মুক্ত হয়ে
তোমার পত্রখানি পড়তাম মহানন্দে।