যৌবন ও বার্ধক্যের মধ্যবর্তী সময়ের গ্যাঁড়াকলে
চেপ্টে গেছে বেহায়া  মন
দোতারা নিয়ে প্রায়ই বালকনিতে দেখা দেয় সুন্দরী কমলা
আম আঁটির ভেঁপু  বাজে পঁ-পঁ
ঠিক তখনই বেজে ওঠে হারমোনিয়ামের বেসুর
সা রে গা মা .........
উফঃ নিত্য ঘানর ঘানর
দুই মেরুর ঘানিতে পিষে পিষে কালো সরসের তেল
ছ্যা! খবরের কাগজখানি দিন-দিন যাচ্ছে তা...
যথারীতি পরিবেশনে নতুনত্বের অভাব
এদিকে ইডিয়ট বক্সে অপেরা চলছে ধিস ধিস.....
নিরুপায় টুপ করে কানে গুজে দিই আস্ত গজ
তাঁর দীপ্ত মুখখানিতে অপূর্ব গর্বের আভা
সময় কাল একটূ খারাপ যাচ্ছে এই আর কি!
বিকেল গড়িয়ে যায়
চায়ের নেশাটা বেশ জাঁকিয়ে ধরেছে!
জুটবে কি?