উত্তাপের ছোয়া আর স্পর্শের শিহরণ
ক্রমশ ক্ষীণ হয়ে আসে জীবনে
অকেজো তুলিখনির ভালোবাসার আঁচড়
মিলিয়ে গেছে সময়ের প্রবাহে, অশ্রুর ঝর্ণায়।


ব্যর্থ হৃদয়,অপূর্ণ আমি, অসমাপ্ত আমিত্ব
ফেরার পথে বিছানো অনন্ত কাঁটার গালিচা
মর্ম ব্যথার ইতিকথা চিত্ত মাঝে
মখমলের তোষকে ছটপটে কাটে নিদ্রাহীন রাত।


বিবর্ণ মনের রঙ
উৎকর্ণ কুয়াশার চাদরে ঢাকা
নির্বাক আমি, শূন্য ঘরে একলা বসে
মিষ্টি মধুর কথা, নয়ন জুড়ানো ক্ষুধা এখন অতীত।


বাঁধ ভেঙেছে চোখের জলে
প্রহর গুনি বিরহিনীর মতো
আমি কি পরাজিত ভালোবাসার সমরে?
থমকে যাবে কি বহমান জীবন ?
নিরাশার গহীন আঁধারের কুয়াশাচ্ছন্ন বাঁকে।।