অল্প অল্প, একটু একটু করে
টুকরো টুকরো জমিন নিমেষে
অদৃশ্য হচ্ছে কংক্রিটের জঙ্গলে,
মানবজাতির উন্নয়নের ভিড়ে,
ক্রমে ক্রমে নিঃশেষিত হচ্ছে সবুজের দল
ক্রমশ: কোণঠাসা সবুজের দল
গাছপালার অন্ধ নিধন চলছে সজ্ঞানে।


গান্ধারীর ন্যায় ভ্রূক্ষেপহীনতার আচ্ছাদন মানবের চোখে
সাহারা, কালাহান্ডির ইতিহাসও স্মৃতির অতলে
অসুরক্ষিত সবুজের দল হিমালয়ের কোলেও
ভাবার সময় নেই, ব্যস্ত জীবন।


আগামীতে অবধারিত শ্বাসকষ্ট
তবুও ভয় নেই,
শীঘ্রই নতুন আবিষ্কারকের হাত ধরে
আসবে কৃত্রিম বাতাস ধরণীতে,
নিঃশ্বাসের থাকবে না কোনও অভাব
পৃথিবীটাকে তো বাঁচাতে হবে।


বড়রা বড়ই ব্যস্ত, ভাগ-দৌড়ের জীবনে
দীর্ঘস্থায়ী জীবন-যুদ্ধে জর্জরিত প্রাণ
অপ্রতুল সময়, ভাবার সময় কোথায়?
বাকি শুধু রমণীরা
হেঁসেলের কাজে ফুরসৎ নাই
পৃথিবীটাকে বাঁচাবে কে?


কোনও এক পাগলের প্রলাপে সাড়া দিয়ে
ভিড় জমায় একদল বালক
জ্বলন্ত মশাল হাতে পৃথিবীকে বাঁচাতে
হোক না ক্ষুদ্র প্রচেষ্টা,
এক নতুন আরম্ভের সূচনা অত্যন্ত জরুরি।