এইতো গতকাল সন্ধ্যার ঠিক আযানের পরে
শুনেছিলাম ঘোষণাটি
বাড়ির কাছেই পুরনো মার্কেটের পাশেই
এক নতুন প্রজন্মের মার্কেটের শুভ উদ্ভোধন।


ডিজিটালের যুগের দৌড়ে ভীত সন্ত্রস্ত হৃদয়
পিছিয়ে অনেকখানি যুগের সাথে মেলাতে তাল  
অপারগ মন নিরন্তর সঙ্কোচে নবপ্রজন্মের সাথে সেতুবন্ধনে  
তবুও এগিয়েছে কদম নতুন বরণের অভিপ্রায়ে।  


কেনাকাটার কোনও অভিপ্রায় ছিল না মনে
বুকের মাঝে দৃঢ় সঙ্কল্প নিয়ে এগিয়ে গেলাম গুটিপায়ে
ভাবলাম দেখায় যাক না
দেখতে কেমন হয় নবপ্রজন্মের জিনিসগুলো।


চোখ ধাঁধানো নিত্য নতুন অদেখা জিনিসপত্রের ছড়াছড়ি
চারিদিকে শুধুই ঐশ্বর্যের মেলা আর প্রাচুর্যের ভিড়
তবুও ইতস্তত: নয়ন উঁকি দেই এখানে ওখানে
যদি কিছু পুরনো পাওয়া যায় নতুনের ভিড়ে।


অবশেষে মনঃক্ষুণ্ণ বিদারক হৃদয়
অজান্তে হাঁটা দিল পাশের গলিতে
ধীরে ধীরে...।