এক এক করে নিভে আসে
মায়াবী রাতের সব আলো
শৈশবের লুকোচুরি খেলার মত
তারারা তখনও ঝিকমিক করে,
স্বপ্নে বিভোর মাতাল জ্যোস্না
শেষ রাতে পুনঃ টোকা অসমাপ্ত স্বপ্নের
বাধাপ্রাপ্ত ফিরে যায় বারবার।
পাখিদের কিচিরমিচির সুরে
রাতজাগা পেঁচার বিরক্তি চরমে,
আগ্রাসী ভোরের ছোবলে
বলি রেখার বিনুনি ক্রমেই স্পষ্ট,
ক্ষতবিক্ষত রাত্রির উষ্ণ শরীর,
লাজুক বাতাসের আলতো চুমুকে,
অন্যমনস্ক রবির প্রথম কিরণ
শুষে নেয় কুয়াশার বাকি রসটুকু
লজ্জায় লাল হয়ে ওঠে ধরিণী
ফুটফুটে সকালের কোমল পরশে।