**কর্মসূত্রে একবার ONGC নাজিরা, আসাম গিয়েছিলাম, ফেরার সময় বাসে করে নাজিরা থেকে গুয়াহাটি এসেছিলাম। সেই বাসটির নাম ছিল রূপহী কন্যা। শব্দটি খুব সম্ভবত অসমীয়া, কিন্তু আমার মন জয় করে নিয়েছিল।
আমার আজকের কবিতাটি সেই "রূপহী কন্যা" কে উৎসর্গ করলাম।
                    ************


সেদিন আকাশ জুড়ে কালো বাদল
সেজেছিল অপরূপ আভূষণে
সিন্দুরী মেঘ দেখে ভয়ই পেয়েছিলাম
ভর দুপুরে রিমঝিম বৃষ্টি এলো বাদলের রথে।


খুট করে আলতো টোকা দরজাতে,
বেজেছিল হৃদয়ে রুনুঝুনু বাদ্য
পথ চেয়ে তাকিয়ে আছি সুদূর পানে
কখন আসবে তুমি লাস্যময়ী
দু-পায়ে পড়ে রুপোর মল।


রিমঝিম বৃষ্টি ঝরে সুরের তালে,
কিন্তু ভালবাসার বৃষ্টির দেখা কই?
হা-হুতাশ বেড়েই চলেছে মনমন্দিরে
রূপহী কন্যা লুকিয়েছে কোথায়?


নয়নে স্বপনে জাগরনে তুমি
তোমার রূপে চাঁদের ঝিলিক
ভুলে যাই সকল ব্যাথা বেদনা শুধু এক ঝলকে
ওষ্ঠাগত প্রাণ না দেখে তোমায়
কোথায় তুমি?
বিধুমুখী রূপহী কন্যা।