শরৎ এক অভিমানীনি অনুভূতি
বর্ষের অহংকার তার প্রিয়তম অধ্যায়
মায়াবী রোদের, মায়াবী রঙের ঋতু
টলোমলো দুই চোখ মেলে যে দিকে তাকায়
সেদিকেই জাদুর ঝোলায় ভরে
শরৎ সস্নেহে আলিঙ্গন করে।
মৃদুপায়ে তার আগমন
এমনি মৃদু ও নিঃশব্দে পদার্পণ,
তার আগমনে ডাকে না একটি পাখিও।


খুব মনে পড়ে,
শৈশবের আমার প্রিয় নীলাকাশ
আকাশে সাদা মেঘের চলা।
ভাদ্রের ঘোরলাগা রোদের আড়ম্বরহীন শরৎ।
অথচ চোখের মধ্যে তার কতই-না গীতের লহর!


শরৎ মানেই বুকের ভেতর রিনিঝিনি আনন্দের উষ্ণ নহর!
শরৎ মানেই রাশি রাশি কাশফুল
শরৎ মানেই মা দুর্গতীনাশিনীর  আগমনী বার্তা
শরৎ মানেই এক অভিমানীনি অনুভূতি।
শরৎ মানেই ..........