জ্ঞানের দৈন্যতা এখনও ঘুঁচেনি
ফ্যাকাসে রঙ লেগেছে মন-কাননে
মগজে ঠাসা ভবিষ্যতের রূপরেখা
গুমরে গুমরে কাঁদে শৈশবের রোদ।


অবুঝ শৈত্যপ্রবাহে উলটপালট মন
অসহায় কাঁদে মনের অন্তরালে
দ্বিধাবোধে অহংকারের পরাজয়
সুখের বৃষ্টিতে কি ভিজবে জীবন?


প্রতিযোগিতার ফাঁকে আটকে বিপন্ন শৈশব
ত্যক্ত শৈশবের অঙ্কুর প্রানহীন উচ্ছাসে
কিসের অপরাধ, বিপন্ন শৈশব
এতই খুঁজি হারানো দিনগুলি।


ধূমকেতুর মত দিকভ্রান্ত পথ
দুস্তর পথ অতিক্রান্ত নীরবে
পেছনে ফেরার সময় কোথায়?
অভিমানে কাঁদে শৈশব।


এক পশলা বৃষ্টি শেষে
যদি পরজন্ম আসে ঘুরে
শৈশবটাকে ভালভাবে চিনতে চাই একবার।