চুপিচুপি যেদিন প্রথম বর্ষা নেমেছিল
পলক চোখের ভাষায় ছিল শ্রাবণের সুখ
মনের মাধুরী দিয়ে লিখেছিল ব্যাকুলতার গান।


ধূসর মেঘের ফাঁকে আজও উঁকি দেয়
একফালি অম্ল মধুর দুপুরের রোদ
নির্জন, নিঃসঙ্গ,বড্ড একাকী।
মনের দূরবীন দিয়ে দেখো
সোনালী রঙের শাড়িতে লজ্জিত বধূ
ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক
স্নিগ্ধতার বাদলে ভিজে তার কোঁচকানো চুল
হাঁটু মুড়ে পদতলে নিষ্পলক চেয়ে আছে।


ভুলেও যদি হারিয়ে যায় সে
প্রভাতের নব সূর্যের আলোকে খুঁজে নিও তারে,
দেখবে ঘোমটা টেনে বসে আছে বাসরঘরে
চিবুক তুলে এখনও দেখেনি কেউ!!
বধূর রূপের ছটায়
এখনও আলোকিত হয়নি তার মনের মানুষ।
সযত্নে তার হাত দুটো ধরে পাশে টেনে নিও
সে তোমারই, শুধু তোমারই অপেক্ষায় আছে।