শেষ লাইনের সমাপ্তি সুখকর ছিল না
ক্রোধটা জাগার আগেই বশীভূত করেছি
বেশ চতুরতার সাথেই।
কম্পিত হাতের হস্তাক্ষরে ষড়যন্ত্রের দুর্গন্ধ
আঁকিবুকি রেখার মাঝে লুকিযে অজস্র সূত্র,
আকস্মিক ছোট্ট আশ্বাসে এক অদ্ভুত শিহরণ
কপালের ভাঁজ ততই দীর্ঘায়িত হচ্ছে
ভেবেছিলাম দেখা হবে শেষ বিকেলে
কিন্তু শেষ মিথ্যা আলপিনে গেঁথে গেছে চিরতরে
কুয়াশার কাঁচে দুঃখের ধূলোকণা আর নেই জমে।
আহা!! দুর্দান্ত বলে দিব্যি পাশ কাটিয়ে চলে গেছে
রাতের বাসী ঘুম,
প্রথম প্রহরের ঠান্ডা বাতাস নিঃশব্দে
নিয়ে গেল মন খারাপের বিষাক্ত সব কণা।
একটু স্বস্তি,
সামনের রাস্তায় ভাঙা গাড়িটা এখনও হাসে।।