ঘুমন্ত শহর নীরবতায় আচ্ছন্ন
মরুঝড়ে আক্রান্ত মনের অলিন্দ
আর যেন কাটেনা অন্তিমক্ষণ
অপেক্ষার প্রহর ক্রমশঃ দীর্ঘকায়
সদ্য বাঁধভাঙা পুরোনো জলোচ্ছ্বাস
বাধ্য নীরবে পথ বদলাতে
কিছু পরেই আকাশ ফুঁড়ে
পূর্বের দিগন্তে চুপিসারে আবির্ভূত
নবরূপে পিপাসার্ত লালিমা
পলকহীন চোখে স্বপ্নিল জলছবি
সম্মুখে সূর্যমুখী কুসুমরূপ
প্রভাতের প্রথম কিরণের ছোঁয়ায়
তার রূপ যেন আরও খুলেছে।