এই লাল পাহাড়ে একদিন বৃষ্টি হবে
ধুয়ে মুছে যাবে সব রক্তের দাগ
আমিও ভিজবো তুমিও ভিজবে
স্তিমিত হবে প্রতিরোধের তৃষ্ণা।


গৃহজারিত গন্ধ একটু একটু করে
মিলিয়ে যাবে এক নতুন অভিজ্ঞতায়
মাথা উঁচু করে হাঁটবো নদীর প্রতিকূলে
সাবধান! কেউ যেন পিছলে না যাই।


দুষ্টপ্রকৃতির কাল্পনিক জমাট বরফ
পিঘলিত হবে আগামীর সূর্যালোকে
সঞ্চিত স্বপ্ন নিয়ে ভূগর্ভ খুঁড়ে দেখবো
আর বাকি আছে কি না তরঙ্গোচ্ছাস?


এতদিন মৃতরাই হেঁটে চলেছে উল্লাসে
হেলে-দুলে, উচ্চস্বরে সঙ্গীতের তালে তালে
এখন জীবনের স্পন্দনে প্লাবিত হবে পদশব্দ
ইতিহাসের স্তোত্রবাক্য পঠিত হবে প্রাত্যহিকে।


অন্ধকার হাঁসবে উচ্চস্বরে
তুমিও দেখবে, আর আমিও
মানুষখেকোর কাছে ফরিয়াদের দিন শেষ
এই লাল পাহাড়ে একদিন বৃষ্টি হবে নিশ্চিত।


তুমি ভিজবে তো??
কথা দাও!!