সত্যি বলছি,
আমি তো তোমার
বুদ্ধিমত্তার গোঁড়া ভক্ত
ভাবতেই অবাক লাগে
এত সহজ, সরল, সুন্দরতা এবং স্থিরতা
সব কিছুই কি ভাবে সম্ভব তোমার মাঝে,
না, ভ্রমের শিকার আমার দৃষ্টিকোণ?
কেন না,
ত্রুটি-বিহীন মানব মাত্রই ভগবানের অবতার।
প্রয়োজন অল্প একটু কষ্ট সাধনার
নিশ্চিত বিবেচনার ধারার বদল সুনিশ্চিত
কিছু না কিছু,কোনও না কোনও
ত্রুটি বিদ্যমান অবশ্যই
যা আমার দৃষ্টির গোচরের ওপারে।


ভাবতেই আশ্চর্য লাগে
এমনটি কি নিশ্চিতরূপে বলা যায় না কি
সে চলমান,
এগিয়ে চলেছে আপন মহিমায়
পেছনে ফেলে অসংখ্য পদচিহ্ন।
আর আমি ?
অলস, কর্মবিমুখ এগোতেও অপারগ স্বল্প কদম,
নয়তো বার্ধক্যের ছোয়া লেগেছে নয়নজুড়ে
সামনের দৃষ্টি ঝাপসা, অস্পষ্ট
তাই তো শত শত প্রচেষ্টা অব্যাহত
তবুও দাগ অমলিন।