ইচ্ছে করেই সে পুষেছিল সব শখ ।


ঠোঁটের কোণে ছিল লুকানো তেজস্ক্রিয়তা,
আকাশ জুড়ে রামধনু আঁকার পাগলামি
বৃষ্টি ধারায় নিত্য নতুন ছন্দের খোঁজ,
একাকী নগ্ন চোখে শীতলতার আমর্শ ভোগ
ঘামে ভেজা পুরুষালী সুগন্ধির নেশা্র টান!
সৃষ্টির খোঁজের মনের খাতায় কষা
জ্যামিতির আঁকাবাঁকা কঠিন হিসেব
আরও এমনই বিভিন্ন রঙের ছিটেই ভিজেছিল মন।


অচিরেই হোঁচট খায় অষ্টাদশীর পাগলামি
হাজারো প্রেমের মহোৎসবে আজ অভিমন্যূ একাকী
ছিঁড়ে-ফেঁটে টুকরো টুকরো হৃদযের মধ্যিমণি
ভালোবাসার সব রস বিলীন শূন্যগর্ভে
বোকামির সাজা বড়ই নিষ্ঠুর
কান্নাগুলো আজ ঝরে পড়ে বিন্দু বিন্দু মোতিরূপে
উপায়হীন! এখন সত্যিটুকুই "বর্তমান"।


ঘুপচি ঘরে আর আলো ঢোকে না
দিন রাত্রির ফারাক ক্রমশই ঘুঁচে গেছে
মায়াবী সন্ধ্যের মৃদু আলোয় বসে বিকিকিনি
ঘেন্না লাগে সস্তা স্নো-পাউডার
লিপস্টিকের রঙ আর মানায় না ফর্সা ঠোঁটে
তবুও সাজতে হয়!