মায়াবী রাতের আলোছায়ার নগ্ন খেলায়
নিত্য অচেনা লাগে নিজেকে
স্বপ্নের জটে মৃতপ্রায় জাগরস্বপ্ন,
প্রত্যাশাহীন স্বপ্নেরা ভুলেছে সব চেনা জানা পথঘাট।


রাস্তার পাশের এক সবুজ বৃত্ত,
নেশার দৃষ্টিতে লোভনীয় লাগে
মাঝে মাঝে উধাও হয়ে যায় পলকে
পাষণহীন শহরে শীতের ভীষণ প্রকোপ
শীতের তীব্রতায় সমানে বিষণ্ন মন
লাম্পপোস্টের পাশে ভিক্ষা করা
সেদিনের ছটপটে মেয়েটি আজ অষ্টাদশী,
চুম্বকের মতোই আকর্ষণীয়
আজও তার মুখে অমলিন হাসি
হুট করে যেন বয়স বেড়ে যায় বেশ কয়েকগুণ
আজকাল স্বপ্নের নেশা বড্ড কষ্ট দেয়
দৈনন্দিন রুটিনের পরিবর্তন এখনও আসেনি
ঠোঁটের পাশের সুক্ষ হাসি আর আটকায় না
বাস্তব স্বপ্নে সুখের অনিয়মের তালিকা সুদীর্ঘ
সম্মোহনের নেশায় চুরচুর কল্পনার জগৎ
শুধু অনুভূতির স্থান নীরবে গ্রাস করে
শেষ প্রহরের বিষণ্নতা।