কম্বলের অদৃশ্য ছিদ্র বেয়ে শিরশিরে বাতাস
শীতের রাতগুলোয় বড্ড যন্ত্রণা দেয়।
ঝরঝরে জীর্ণ ট্রামখানি শম্বুকের গতি ভুলে
স্বপ্নে বিভোর আধুনিক প্রযুক্তির গতির আশায়।
প্রাণপণে আঁকড়ে ধরে কুয়াশার ঘ্রাণ
কল্পনায় জন্ম নেয় ভবিষ্যতের অনেক জল্পনা
শাশ্বত চেতনায় আগামীর সমাপ্তিকা গীতি
স্বর্গও এখানে, মর্তও এখানে মাঝে এক ঝুলন্ত পৃথিবী
স্তব্ধতা চারিদিকে, মুখথুবড়ে এককোণে নিঃসঙ্গ জীবনের শ্রীহীন ক্ষণ
উদাসী প্রহর সন্ধির চুক্তি প্রত্যাহার করে নির্ভীকে।
শোকার্ত সূর্য ঢলে পড়ে বিকেলের পশ্চিম আকাশে
বিভোর সন্ধ্যা-বাতাস মৃদু জোছনার আলিঙ্গনে
যবনিকাপাত আসন্ন মধুচন্দ্রিমার গূঢ়তর দূরত্বের
অন্ধকারের নিস্তব্ধ প্রহরে পাটিগণিতের জটিল সমীকরণ
বেঁচে থাকার নিশ্চিন্ত লড়াই ক্রিয়া ও প্রতিক্রিয়ার মাঝে
সে উল্লাসে হাসে বিগত দিনের হারানো বেলা।