বুকচিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস
বদলে গেছে সময় অনেকখানি
আমিও বদলে গিয়েছি সময়ের সাথে সাথে
বয়সের গ্রাসের ছাপ পড়েনি যৌবনে
তেমনি রয়ে গেছে সে
যেমনটা দেখেছিলাম এক যুগ আগে।


তার নয়নাভিরাম শ্যামলা মুখে
পুরনো সেই দুষ্টমীর মিষ্টি হাসি
প্রলয় উঠে বুকের ভেতরের অশ্রু সমুদ্রে
কোলাহল যেন থেমে গেছে চারপাশের ব্যস্ত নগরে
নিশ্চুপ দাড়িয়ে রই,দেখি তারে প্রাণ ভরে
নিজের এমন রহস্যময় আচরণে আশ্চর্য লাগে।


প্রত্যাখানের অনলে নিত্য জ্বলেছে মন এতদিন
নরকে রূপান্তরিত মনের সাজানো পৃথিবী
নীল হয়ে গেছে হৃদয়মাঝর, প্রত্যাখ্যানের যন্ত্রনায়
মরুভুমি হয়ে গেছে আমার হৃদয় নহর
ঝরে পড়েছে জীবন বৃক্ষের অনেক পাতা নিঃশব্দে
যেমনটি হয় অকালে ঋতুর পরিবর্তনে।


অভিমানের আবেগের পাহাড় জমেছে মনে
চোখে মুখে এখনও ক্লান্তি আর বিষন্নতার ছায়া 
ইচ্ছে করে় দৌড়ে চলে যাই নির্জনে নিভৃতে
শুনেছি সব় শূন্যস্থান পুরণ করে প্রকৃতি
কিন্তু বিরহের গভীর ক্ষত তেমনিই রয়ে গেছে
ধুসর বাস্তবতা আর হতাশার কুয়াসায় ঢেকে মন পৃথিবী।


ভাবছি কি ভাবে শুরু করবো কথোপকথন
আবেগে আপ্লুত মন, অবরুদ্ধ বাকশক্তি
হটাৎ করেই হতছাড়া মুঠোফোন বেজে উঠে
আনমনে ব্যস্ত হয়ে পড়ি কথোপকথনে
আর দেখি লালবাত্তির ক্রসিং পেরিয়ে
মিলে গেল সে পাশের এক অদৃশ্য গলিতে
নিশ্চুপে কেটে যায় প্রহর, ফ্যালফ্যাল করে
মনে হয় , হায় ভালবাসা তুমি কত নিষ্ঠুর!