হার-জিত
মাঈন উদ্দিন


অটল থেকো সদা
হাজার আসোক বাধা
লক্ষ্য তোমার বক্ষে রেখে
ছাড়ো সকল দ্বিধা


কাজ ধরে নামো পথে
সঙ্গ রাখ ফলা শতে
দেখো তাদের জীবন তুমি
গড় তাদের ব্রতে


হারে যদি বুক ভাসে
জিতে যদি অধিক হাসে
হাই হাই করে,হো হো করে
লাভ কী বলো বসে?


হার থেকে শেখো যদি
শ্রম দিয়ে কর্ম সাধি
পথে নামো ছাড়ি তোমার
মনের প্রিয় গদি


দেখো একটু দূরেই সাফল্য
জয়ের শুভ্র পুষ্প মাল্য
তাই শুরু কর আজি হেতু
কর্মেই কেবল আসে কল্য


কর্ম তোমায় দিবে সুখ
আলসেমি এক মস্ত অসুখ
এগোও তুমি লক্ষ্যে তোমার
যে যা ইচ্ছা বলুক


লোকে তোমার নিবে কেবল
সুখের সময় আসবে সকল
কিন্তু হারের বেলায় পাবে খালি
বদ লোকের বিশ্রী ছোবল


সমাজ তোমার দিবে তালি
উপহাসে ভরবে ঝুলি
কর্মযোগে থেকো অটল
ছাড় তাদের বলাবলি


জিত আনো ঘরে তুলি
খেলার মাঠে খেলি
হার জিতের মূল্য বড্ড সমতুল্য
এই বলেই আমি চলি