কাঙ্গালি
মাঈন উদ্দিন


আমার দেশে এনিমিয়া,ছিলোনা কোন কাল?
একের পর এক যুদ্ধ বিগ্রহে মাটি হইত লাল
নিজেরে আমি শুধাই তাই,এতো রক্ত কার লাগি?
এক সাগর রক্ত দিয়ে শূণ্য এখন নিজের ভাগী
দেশ আছে-প্রাণ আছে,রক্ত নাই,মানুষ বাঁচে?
এমন করেই তোরা মোদের ফেললি তোদের ছাঁচে
রক্ত যদি লাগে তোদের-বলনা,মোরা দিবো
বেঁচে মরে নিপাত করে,পাপের বুকে লাল ঝরাবো
তোদের পাপে যত্ত শাপ আসে আমার দেশে
রক্ত পঁচে দীনকে দিন তোদের বিষের কষে
যুদ্ধ নাকি শান্তি আনে নিপাত করে সব
এ যদি হয় সত্য তবে,এ রবেই হবে শূচি বিপ্লব
বাঙ্গালীর ইতিহাস বুলিতে নয়,বলিতে লেখা
রক্ত দেওয়া,রক্ত নেওয়া বহু পূর্বেই মোদের শেখা
দেশে আছে দেশের শত্রু,তারাও এমন বাঙ্গালী
যাহা ভালো তাহাই ভুল,চোখ উল্টালে কাঙ্গালি!